বাংলাদেশের সেরা ৭ টা মোটরসাইকেল | বাংলাদেশের সেরা মোটর বাইক

বাংলাদেশের সেরা মোটর বাইক

বাংলাদেশের সেরা মোটর বাইক – বর্তমান সময়ে মোটরসাইকেলের মুল্য কতটা তা আমরা সকলেই জানি। কোথায় যেতে বা ঘুরে বেড়াতে মোটরবাইকের কোন বিকল্প নেই। বর্তমানে যেকোন জ্যামে আটকিয়ে থাকার হাত থেকে বাচার জন্য মানুষ মোটরসাইকেলকে বড় সঙ্গী করে নিয়েছে। তাই বর্তমানে অনেকে মোটরসাইকেল কেনার কথা ভাবছে। কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কোন বাইকটা তার জন্য কেনা ঠিক হবে।

কোন বাইকের কি দাম, কোন বাইক ভালো, কোন বাইক অনেক বেশি টেকসই সে একা বুঝে উঠতে পারে না। তাই তাদের জন্য আমি হাজির হয়েছি। আমি আপনাদের জানিয়ে দিবো, কোন বাইকের কি দাম, কোন বাইক ভালো, বাজারের সেরা বাইক কোনটি। চলুন দেরি না করে শুরু করা যাক।

আরও পড়ুন – নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার সঠিক নিয়ম

Yamaha R15 v3 Price in Bangladesh

Yamaha R15 v3 Price in Bangladesh
Yamaha R15 v3 Price in Bangladesh

Yahama R15 v3.0 বাইককে বাংলাদেশের সেরা বাইক ও সব থেকে সুন্দর বাইকও বলা হয়। R15 vs3.0 বাইকটি অনেক বেশি সুন্দর ডিজাইন করে তৈরী করা ও এই বাইকটি অনেক বেশি কমফোর্টেবল। বাইক টিতে স্পোর্টস বাইকের মত সিট কভার দেওয়া হয়েছে। যার ফলে অনেক সুন্দর দেখাচ্ছে। তাছাড়া এর ফুয়েল ট্যাঙ্ক অর্থ্যাৎ তেলের ট্যাঙ্ক R1 এর থেকে বেশ বড়। তাই এতে Extra Multi Owler পার্ট যুক্ত করা হয়েছে। মোটকথা Yahama R15 V3.0 বাইকটিকে অনেকে স্পোর্টস বাইকও বলে থাকে।

  • Price – 4,85,000 Taka
  • Engine Type – 155 CC
  • Max Power – 14.2kW (19.3PS) @ 10,000 rpm
  • Max Speed (User) – 155 KM/H
  • Color – Dark Night, Thunder Grey & Racing Blue

Honda CBR150R Indo Price in Bangladesh

Honda CBR150R Indo Price in Bangladesh

Honda CBR150R মুলত ইন্দোনেশিয়া একটি অতি জনপ্রিয় মোটরসাইকেল। এই বাইকটি বাংলাদেশে আশার পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে। কারন, এই বাইকটি দেখতে অনেক বেশি সুন্দর ও এত গতি আক্রমণাত্বক চমৎকার। এই বাইকটি সিঙ্গেল সিলেন্ডার স্পোর্টস বাইক হিসেবেও অনেক বেশি পরিচিত। Honda CBR150R বাইকটি অনেক বেশি কমফোর্টেবল। এই বাইকটি বর্তমানে ইন্দোনেশিয়ায় তৈরী করা হলেও পূর্বে থাইল্যান্ডে তৈরী করা হতো। বাংলাদেশে এই বাইকের অনেকগুলো কালার দেখতে পাওয়া যায়।

  • ABS Price – 5,50,000 Tk
  • Max Speed (Official) – 140 KM/H
  • Color – Honda Tricolor (ABS), Victory Black Red (ABS/Non-ABS), Honda Racing Red (ABS/Non-ABS)

Aprilia GPR 150 Price in Bangladesh

Aprilia GPR 150 Price in Bangladesh
Aprilia GPR 150 Price in Bangladesh

Aprilia GPR 150 বাইকটি মুলত ইতালিয়ান বাইক। এই বাইকের পারফরম্যান্স অনেক বেশি হাই ও এর চেহারা দেখতে দানবের মতো। এই বাইকের দাম অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি হওয়ায় সচারচার কেও বাইকটি কিনতে চায় না। তবে এই বাইকের পারফরম্যান্স, চেহারা সবকিছু অনেক বেশি হাই। যা অন্যান্য বাইককে সহজেই পিছনে ফেলে দিবে। তবে এই বাইকের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। Aprilia GPR 150 বাইকের টায়ার অনেক বেশি পুরো। তাই অনেক সুন্দর ভাবে এই বাইকটি চালানো যায়।

  • Price: 300,000 BDT
  • Power – 17.7 BHP
  • Mileage – 40 Kmpl
  • Tyre Type – Tubeless

KTM Duke 150 Price in Bangladesh

KTM Duke 150 Price in Bangladesh
KTM Duke 150 Price in Bangladesh

KTM Duke 150 বাইকটি মুলত অস্ট্রেলিয়ান বাইক যেটি ২০১৭ সালে বাংলাদেশে এসেছে। এই বাইকের দাম Aprilia বাইকের থেকে কিছুটা কম হলেও এর চেহারা, কালার অনেক বেশি এট্রাক্টিভ। যদিও বাংলাদেশে এই বাইক খুব বেশি দেখতে পাওয়া যায় না তারপরও এই বাইকটি অনেকের কাছে খুবই জনপ্রিয়।

  • Price – 3,60,000 Tk
  • Max Power – 14.5 PS @ 9250 RPM
  • Total Gear – 6-speed Manual Gears
  • Color – White, Orange & Black

KTM RC 125 Price in Bangladesh

KTM RC 125 Price in Bangladesh
KTM RC 125 Price in Bangladesh

আমরা ইতোমধ্যে জেনে গেছি, KTM একটি অস্ট্রেলিয়ান বাইক কোম্পানি। KTM বাইক কোম্পানি অনেক সুন্দর সুন্দর বাইক নির্মান করে থাকে যা সকলের কাছে অনেক বেশি আকর্ষনীয় করে তোলে। KTM RC বাইকটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রিলিজ পেয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যে এই বাইকটি সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

  • Price – 3,90,000 Tk
  • Max Speed (Official) – 120 KM/H
  • Kerb Weight – 135 Kg
  • Color – Orange with Black & White with Black

SUZUKI GSX R150 Price in Bangladesh

SUZUKI GSX R150 Price in Bangladesh
SUZUKI GSX R150 Price in Bangladesh

এটি শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে বেশ জনপ্রিয় একটি বাইক ব্রান্ড। Suzuki bika শুধুমাত্র নামে নয়, এর আকর্ষনীয় চেহারা, সার্ভিসের জন্য এই বাইকটি অনেক বেশি জনপ্রিয়। এই বাইকটি তার নিজের সার্ভিস ও লুকের জন্য বেস্ট হিসেবে সকলের কাছে প্রশংসা কুড়িয়েছে। রাস্তায় যখন এই বাইকটি চলে তখন এটিকে দেখতে দানবের মত লাগে। এই বাইকের সামনের দিকটা অনেকটা সাপের মত এবং পিছনের সিট কভার হাই। এই বাইকটা একটু ছোট হলেও এটিকে বেস্ট বাইক স্পোর্টস হিসেবেও ব্যবহার করা যায়।

  • Price – 3,50,000 Tk
  • Engine Type – 4-sroke, DOHC, 4-valve
  • Max Speed (Official) – 140 KM/H
  • Color – Titan Yellow, Stronger Red, Brilliant White, Metallic Triton Blue & Matte Black

HONDA CB150R Exmotion Price in Bangladesh

HONDA CB150R Exmotion Price in Bangladesh
HONDA CB150R Exmotion Price in Bangladesh

Honda এই সিরিজের বাইকটি অতি সাম্প্রতিক অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই বাইককে ন্যাকেড স্পোর্টস বাইকও বলা হয়ে থাকে। এই বাইকটি দেখতে অতি সাধারন হলেও এর পারফরম্যান্স অনেক বেশি স্ট্রং। এই বাইকটি দেখতে অনেক বেশি অ্যাডভ্যান্স এবং এর ফ্রন্ট ভিউ অনেক বেশি হাই। Honda CB150R Exmotion বাইকে জায়গা একটু কম হলেও এই বাইকে তেল রাখার জায়গা বেশ বড়।

  • Price – 5,50,00 Tk
  • Engine Type – Single Cylinder, DOHC, 4-Valve
  • Total Gear – 6 Speed Manual Gears
  • Kerb Weight – 125 Kg
  • Color – Black, Blue & Red

উপরে আমরা বাংলাদেশের বাজারে সেরা কয়েকটি বাইক নিয়ে আলোচনা করেছি। এখন আপনি আপনার পছন্দমতো যেকোন একটি বাইক নিজের জন্য কিনতে পারেন। কোন বাইকের কি দাম, কি কি সুভিদা, অসুবিধা হয়েছে সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্ট করেছি। এখন উপরের থেকে আপনি আপনি যেকোন একটি বাইক পছন্দ করে কিনতে পারেন।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *