ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম- ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যায় দুইটি উপায়ে, প্রথমটি, ব্যাংক একাউন্ট লিংক করে এবং দ্বিতীয়টি, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রান্সফার করা । দেখে নিন ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম বা প্রসেস।
তথ্যপ্রযুক্তির উন্নতির কারনে এখন একজন গ্রাহক চাইলে ঘরে বসে ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার বা আনতে পারবেন। তাছাড়াও, এখন এই আধুনিক যুগে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেও যে কারো বিকাশ একাউন্টে সরাসরি ব্যাংক থেকে টাকা পাঠাতে পারবেন চোখের পলকে। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম বা সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম অথবা ইসলামী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম বা যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বাংলাদেশের জনপ্রিয় ইন্টারনেট ব্যাংকিং গুলোর মাধ্যে একটি হলো বিকাশ। আপনার আশেপাশে যদি কোন ব্যাংকের শাখা না থাকে তাহলে আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে বিকাশ থেকে টাকা উঠাতে পারবেন।
আরও পড়ুন – নতুন বছরে বিকাশ বোনাস অফার নিন
ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম | ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার
ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য সর্বপ্রথম আপনার করণীয় Bkash অ্যাপস ডাউনলোড করা এরপর সঠিক তথ্য দিয়ে লগ ইন করুন এবার Bkash অ্যাপসে প্রবেশ করে Add Money অপশন এ গিয়ে সেখান থেকে Bank to Bkash সিলেক্ট করুন। তারপর ব্যাংক সিলেক্ট করে আপনার সঠিক Account no. টি প্রদান করে ব্যাংক একাউন্ট যোগ করুন এবং আপনার যত টাকা লাগবে তত Amount বসিয়ে “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করুন।
নতুন ব্যাংক একাউন্ট যোগ করার জন্য OTP ভেরিফিকেশন প্রয়োজন হবে। এভাবে, আপনারা খুব দ্রুত ও সহজেই ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। আপনি ব্যাংক থেকে দুইভাবে বিকাশে টাকা Add করতে পারবেন।
- ব্যাংক একাউন্ট
- ইন্টারনেট ব্যাংকিং
ব্যাংক একাউন্ট লিংক করে বিকাশে টাকা আনার উপায় | ব্যাংক টু বিকাশ
সরাসরি ব্যাংক একাউন্ট থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা যোগ করার জন্য নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
ধাপ ১: আপনার Mobile ফোনে যদি Bkash অ্যাপসটি না থাকে তাহলে Google PlayStore থেকে সম্পূর্ণ ফ্রিতে বিকাশ অ্যাপ ইনস্টল করে নিবেন।
ধাপ ২: Bkash অ্যাপটি ইনস্টল করা শেষ হলে যে নম্বর দিয়ে বিকাশ খোলা সেই একাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টটি লগইন করুন বিকাশ অ্যাপ।
ধাপ ৩: লগ-ইন শেষ হলে একাউন্টে প্রবেশ করুন তারপর “অ্যাড মানি” বাটনে ক্লিক করুন। যেহেতু ব্যাংক থেকে আমরা আমাদের বিকাশ একউন্টে টাকা আনবো সেহেতু “ব্যাংক টু বিকাশ” অপশনটি সিলেক্ট করুন। এরপরে আপনি “ব্যাংক একাউন্ট” সিলেক্ট করে নিন।
ধাপ ৪: “ব্যাংক একাউন্ট” সিলেক্ট করার পরে – আপনি আপনার যেই ব্যাংকে একাউন্ট করা বা যেই ব্যাংকের একাউন্ট থেকে বিকাশে টাকা আনতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন। এইবার আপনাদেরকে বিকাশ একাউন্টের সাথে আপনার ব্যাংকটি লিংক করাতে হবে।
“ব্যাংক একাউন্ট” সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্টি লিংক করানোর জন্য “ব্যাংক একাউন্ট লিংক করুন” বাটনে ক্লিক করুন। তারপরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: তারপর আপনি ব্যাংক অ্যাকাউন্টে হোল্ডারের নাম প্রদান করুন । যে নম্বরটি ব্যাংক একাউন্টে দেওয়া সেই মোবাইল নাম্বারে একটি OTP Code পাঠানো হবে। OTP Code টি প্রদান করে ভেরিফিকেশন এর জন্য এবং Code টি লিখে Submit বাটনে ক্লিক করুন। তারপর অভিনন্দন বার্তা পাবেন
ধাপ ৬: এরপর পুনরায় আপনার বিকাশ একাউন্টে প্রবেশ করুন তারপর “অ্যাড মানি” বাটনে প্রবেশ করে “ব্যাংক টু বিকাশ এবং ব্যাংক একাউন্টটি” সিলেক্ট করুন।
এরপর বিকাশ একাউন্টে সেভ করে রাখা আছে যে ব্যাংক একাউন্টটি সেটি সিলেক্ট করুন। অ্যাড মানির করার জন্য ব্যাংক একাউন্ট বাছাই করে যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তত টাকা সিলেক্ট করুন।
ধাপ ৭: এরপর ব্যাংকের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে একটি OTP (one time password) কোড পাঠানো হবে। উক্ত OTP Code টি যথাক্রমে সঠিক বসিয়ে Submit বাটনে ক্লিক করে দিন। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মোবাইল নাম্বারে ট্রানজেকশন করেছেন এই রকম একটা মেসেজ চলে আসবে এবং এটি বিকাশ অ্যাপ থেকেও আপনারা দেখতে পাবেন। তারপর , অভিনন্দন বার্তা আসবে একটি।
ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা আনার উপায়
ইন্টারনেট ব্যাংকিং দিন দিন অনেক বৃদ্ধি পেয়ে চলেছে। এই ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যেও আপনারা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। এটি একটু কঠিন মনে হলেও আসলে এটি অনেক সহজ ব্যপার। ইন্টারনেট ব্যাংকিং দ্বারা বিকাশে টাকা ট্রান্সফার পদ্ধতিগুলো নিচে ধাপ অনুসারে একে একে বর্ণনা করা হলো।
ধাপ ১: বিকাশ অ্যাপসে প্রবেশ করে “অ্যাড মানি” বাটনে ক্লিক করে “ব্যাংক টু বিকাশ” সিলেক্ট করতে হবে আর আমরা যেহেতু ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে বিকাশে টাকা আনতে চাচ্ছি সেহেতু “ইন্টারনেট ব্যাংকিং” সিলেক্ট করতে হবে।
ধাপ ২: এরপরে আপনাদের যে ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট রয়েছে সেই ব্যাংকটি সিলেক্ট করতে হবে। অথবা যদি আপনাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যাংকিং এর আলাদা অ্যাপস থাকে সেক্ষেত্রে উক্ত অ্যাপসে প্রবেশ করুন।
এরপরে আপনার ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকের এর User ID এবং Password দিয়ে তারপর Login করুন। তারপরে, Beneficiary List বাটনে ক্লিক করে Bkash সিলেক্ট করতে হবে। Bkash একাউন্টে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিতে চাইলে প্রথমে আপনার বিকাশ একাউন্ট Beneficiary হিসেবে সেইভ করতে হবে সেখানে।
Beneficiary একাউন্ট সেভ করতে হলে ইন্টারনেট ব্যাংকিং পেইজে প্রবেশ করে Manage Beneficiary অপশনে ক্লিক করে তারপরে Account সেইভ করার জন্য (+Add new) Button এ ক্লিক করে যথাক্রমে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং যে ভেরিফিকেশন কোডটি প্রেরণ করা হবে সেই ভেরিফিকেশন কোড প্রদান করে একাউন্টটি লগইন করুন।
ধাপ ৩: তারপরে Transfer From থেকে আপনাদের যে ব্যাংকটি সেই ব্যাংক অ্যাকাউন্টি সিলেক্ট করবেন এবং যত টাকা লাগবে তত Amount বসিয়ে Transfer বাটনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত সেই নাম্বারে OTP কোড পাঠানো হবে। যথাক্রমে কোডটি সঠিকভাবে বসিয়ে ভেরিফিকেশনটি সম্পূর্ণ করে Confirm বাটনে ক্লিক করুন।
তারপরে, Transfer From থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে এবং যত টাকা লাগবে তত Amount বসিয়ে Transfer বাটনে ক্লিক করুন।পরবর্তীতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত সেই নাম্বারে OTP কোড পাঠানো হবে। যথাক্রমে OTP কোডটি বসিয়ে ভেরিফিকেশনটি সফলভাবে সম্পূর্ণ করে Confirm বাটনে ক্লিক করুন।
Your Transfer is Successful এই লেখাটি আসবে – তারপর ভাববেন আপনার ট্রান্সজেকশনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। বিদেশ থেকেও এই Same পদ্ধতিতে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা Transfer করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিং এর যে অ্যাপসটি আছে সেটি যদি সাপোর্ট না করে তাহলে একই পদ্ধতিতে উক্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর ওয়েবসাইট থেকে কাজটি সম্পাদন করতে পারবেন।
কোন কোন ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যায়
যে সকল ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন সেগুলো হল –
ব্যাংক একাউন্ট লিংকিংয়ের মাধ্যমে
- অগ্রণী ব্যাংক
- এবি ব্যাংক লিমিটেড
- ঢাকা ব্যাংক লিমিটেড
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
- আই-এফ-আই-সি ব্যাংক লিমিটেড
- সোনালী ব্যাংক
- এন-আর-বি-সি ব্যাংক লিমিটেড
- দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
এই সকল ব্যাংকের মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড মানি করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে
- বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
- ব্যাংক এশিয়া
- ব্রাক ব্যাংক
- সিটি ব্যাংক
- সিটিজেন্স ব্যাংক পি-এল-সি
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
- ঢাকা ব্যাংক
- ইস্টার্ন ব্যাংক লিমিটেড
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
- এক্সিম ব্যাংক
- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
- যমুনা ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
- মেঘনা ব্যাংক লিমিটেড
- মধুমতি ব্যাংক লিমিটেড
- এন-সি-সি ব্যাংক
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- এন-আর-বি ব্যাংক লিমিটেড
- এন-আর-বি-সি ব্যাংক
- ন্যাশনাল ব্যাংক লিমিটেড
- পদ্মা ব্যাংক লিমিটেড
- প্রাইম ব্যাংক লিমিটেড
- পূবালী ব্যাংক লিমিটেড
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
- সোশ্যাল ইসলামী ব্যাংক
- সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
- সাউথইস্ট ব্যাংক লিমিটেড
- স্টান্ডার চার্টার্ড ব্যাংক
- সীমান্ত ব্যাংক লিমিটেড
- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
- ট্রাস্ট ব্যাংক লিমিটেড
- ইউনিয়ন ব্যাংক লিমিটেড
- উরি ব্যাংক বাংলাদেশ
এই সকল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বিকাশে টাকা অ্যাড মানি করতে পারবেন।
বিঃ দ্রঃ – বিকাশ কর্তৃপক্ষ ও ব্যাংক যেকোনো সময় ব্যাংক অ্যাড ফিচার অথবা রিমুভ করতে পারে।