পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ নগদ দিয়ে | Nagad Bill Pay

পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ নগদ দিয়ে

পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ নগদ দিয়ে সম্পর্কে জানতে চাইলে আজকের লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। বাংলাদেশে যে কয়টি বিকাশ, নগদ, ডাচ-বাংলার মতো মোবাইল ব্যাংকিং রয়েছে সকলে পল্লী বিদ্যুৎ বিল প্রদানের সুযোগ দিয়ে থাকে। ঠিক তার ধারাবাহিকতায় নগদ একাউন্ট থেকে বিদ্যুৎ বিল প্রদানের সুবিধা রয়েছে। আজ আপনাদের দেখি দিবো নগদ একাউন্ট থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয়।

কয়ভাবে নগদ বিদ্যুৎ বিল প্রদান করা যায়

নগদ বিদ্যুৎ বিল সাধারণত দুই ভাবে প্রদান করা যায়।
১. নগদ অফিসিয়াল মোবাইল অ্যাপ দিয়ে ও
২. বাটুন মোবাইল থেকে কোড ডায়াল করে।

বলে রাখা ভালো, নগদ অফিসিয়াল মোবাইল অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল প্রদান করা তুলনামূলক বাটুন মোবাইল থেকে কোড ডায়াল করে দেওয়ার থেকে বেশ সহজ। এক কথায়, নগদ অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দেওয়া অনেকটা সহজ। তবে আজ আমরা নগদ অ্যাপস ও নগদ কোড ডায়াল করে বিদ্যুৎ বিল দেওয়া এই দুই ভাবেই আপনাদের দেখাবো।

প্রথমে নগদ অ্যাপস দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি।

১. নগদ অ্যাপস দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধঃ আপনি যদি কোন প্রকার জটিলতা ছাড়া নগদ বিদ্যুৎ বিল (Nagad Bill Pay) প্রদান করতে চান তাহলে নগদ অ্যাপস দিয়ে বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন। কারন Nagad Dial Code *167# ডায়াল করে বিদ্যুৎ বিল প্রদান করার থেকে নগদ অ্যাপস দিয়ে বিদ্যুৎ বিল প্রদান করা অনেকটাই সহজ। নিচে Step By Step দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদ অ্যাপস দিয়ে বিদ্যুৎ বিল প্রদান করা যায়।

আরও পড়ুন – নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি

Step 1# প্রথমে আপনার ফোন নাম্বার ও পিন দিয়ে নগদ অ্যাপসে প্রবেশ করুন।

Step 2# নগদ অ্যাপস এর হোম পেজে প্রবেশ করার একটু নিচে “বিল পে” বলে একটি অপশন দেখতে পাবেন। এবার বিল পে অপশনে ক্লিক করুন।

Step 3# বিল পে অপশনে ক্লিক করার পরে নিচে ছবির মত অনেক গুলো অপশন দেখাবে। সেখান থেকে “বিদ্যুৎ” অপশনটা সিলেক্ট করুন। বিদ্যুৎ অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো অপশন বের হয়েছে।

এবার আপনার প্রয়োজন মতো যে বিলটি দিতে চাচ্ছেন সেই বিলটিতে সিলেক্ট করুন। (এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি, ৭ জানুয়ারি ২০২৩ বর্তমান তারিখ পর্যন্ত এখনও নগদ এর সাথে পল্লি বিদ্যুৎ যুক্ত হয় নি। তাই এখনও নগদ থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন না। ভবিষ্যতে নগদের সাথে পল্লী বিদ্যুৎ যুক্ত হলে তখন থেকে অবশ্যই নগদের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন।)

Step 4# এবার আপনার বিদ্যুৎ বিলের কাস্টমার নাম্বার দিতে চাইবে। কাস্টমার নাম্বার দিয়ে নিচের থেকে কোন মাসের বিল দিতে চাচ্ছেন সেই মাস সিলেক্ট করুন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন।

নগদ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
নগদ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

Step 5# এবার দেখতে পাচ্ছেন আপনার কত টাকা বিল বাকি আছে তার পরিমান। আপনার বিলের সাথে বাকি টাকার পরিমান মিল দেখতে পেলে পরবর্তী বাটনে ক্লিক করুন।

Step 6# এবার দেখতে পাচ্ছেন আপনার নগদ একাউন্টের পিন নাম্বার চাইছে। নগদ একাউন্টের পিন নাম্বার দেওয়ার পরে পরবর্তি বাটনে ক্লিক করলেই আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়ে যাবে।

বাটন মোবাইল থেকে কিভাবে বিদ্যুৎ বিল প্রদান করবেন

উপরে আমরা দেখিয়ে দিয়েছি নগদ অ্যাপস দিয়ে কিভাবে খুব সহজে বিদ্যুৎ বিল প্রদান করতে হয়। এখন যদি আপনার অ্যান্ড্রুয়েড মোবাইল না থাকে তাহলে কিভাবে বাটন মোবাইল থেকে বিদ্যুৎ বিল প্রদান করবেন। চলুন বাটন মোবাইল থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম দেখিয়ে দেই।

Step 1# প্রথমে আপনাকে মোবাইল থেকে *167# ডায়াল করতে হবে।

Step 2# এবার নিচে দেখানো ছবির মত অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি যেহেতু বিদ্যুত বিল দিবেন তাই 5 নাম্বার সিলেক্ট করুন। তারপর Send বাটনে ক্লিক করুন।

নগদ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
নগদ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

Step 3# এবার আপনি দেখতে পাবেন অনেক গুলো বিলের বিবরন। সেখান থেকে প্রথম অপশন Electricity বিল দেওয়ার জন্য 1 লিখে Send বাটনে ক্লিক করুন।

Step 4# Electricity বাটনে ক্লিক করার পরে আপনি অনেকগুলো বিল দেখতে পাবেন। সেখান থেকে আপনি যে বিলটি দিতে চাচ্ছেন সেই বিলটি সিলেক্ট করুন। উদাহরণ হিসাবে আমি DPDC বিল দিতে চাচ্ছি। তার জন্য 1 লিখে Send বাটনে ক্লিক করতে হবে।

নগদ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

Step 5# এবার দেখতে পাচ্ছেন আপনাকে Enter Customar Number দিতে বলছে। নিচে আপনার বিলের কাস্টমার নাম্বার দিয়ে send বাটনে ক্লিক করুন।

Step 6# এবার দেখতে পাবেন আপনি কত মাসের বিল দিতে চাচ্ছেন সেই মাস সিলেক্ট করতে বলবে। তারপর আপনার কত টাকা বিল বাকি রয়েছে সেটি দেখাবে। সবকিছু ঠিক থাকলে আপনার নগদ একাউন্ট পিন নাম্বার দিন।

উপরে আমরা নগদ একাউন্ট দিয়ে বিদ্যুৎ বিল প্রদানের দুইটা উপায় দেখিয়েছি। এখন আপনার সুবিধা অনুযায়ী যে কোন মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *