কিভাবে মোবাইল দিয়ে DSLR ক্যামেরার মত ছবি তোলা যায় | Smartphone Photography

Smartphone Photography

Smartphone Photography: আমরা সকলে প্রতিদিন অনেক ছবি উঠি। ফটোগ্রাফি আমাদের জীবনে একটি নিত্য কাজ। কিন্তু ছবি উঠানোর জন্য আমরা সকলে DSLR ক্যামেরা কিনতে পারি না। যার ফলে অনেকে এখন ভালো ক্যামেরা কিনতে না পারায় ভালো মোবাইলে কেনার দিকে ঝুঁকছে। দামি মোবাইল দিয়ে দিয়ে যে ভালো মানের মানের ছবি উঠবে বিষয়টি ঠিক নয়। ভালো ছবি তোলার জন্য অনেক গুলো বিষয় ভেবে ছবি তুলতে হয়।

তাই ভালো ছবি তোলার জন্য আজ আপনাদের এমন কিছু গ্যাজেট সম্পর্কে আলোচনা করবো যেগুলো আপনি মোবাইলের সাথে ব্যবহার করলে অনেক সুন্দর ছবি উঠাতে পারবেন।

এই গ্যাজেটগুলো দিয়ে অনেক সুন্দর ছবি ওঠে যা আগেই প্রমানিত হয়ে গেছে। এই গ্যাজেটগুলোর দাম খুবই কম যা সকলের ক্রয়মুল্যের মধ্যে রয়েছে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে গ্যাজেটগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দেই।

আরও পড়ুন –অনলাইনে কাপড়ের ব্যবসা করার সঠিক নিয়ম

স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফির জন্য ব্যবহার করুন এই গ্যাজেট গুলিঃ

১. স্মার্টফোন ক্যামেরা লেন্স(Smartphone lens):

আমরা সকলে জানি, কম দামের মোবাইলে ভালো মোবাইলের মতো ক্যামেরা নেই। যার ফলে স্বাভাবিক ভাবে এই মোবাইলগুলো থেকে ছবি ভালো উঠবে না। এটাই স্বাভাবিক। এমন সব মোবাইল দিয়ে কম আলোয় বা ইনডোর ফটোগ্রাফিতে খুব বেশি ভালো ছবি উঠানো যায় না।

কিন্তু আপনি হয়ত জানেন না, বর্তমানে অ্যাটাচ যোগ্য ক্যামেরার লেন্স পাওয়া যাচ্ছে। এই লেন্সগুলো ক্যামেরার ভিজ্যুয়াল শক্তি অনেক বাড়িয়ে তোলে। এই ক্যামেরা লেন্সগুলো আদর্শ, বিশেষ করে ওয়াইড–অ্যাঙ্গেল বা ক্লোজ–আপ ফটোশুটের জন্য অনেক বেশি প্রযোয্য। এর ফলে সাধারণ মোবাইলে এই লেন্স ব্যববহার করে অনেক সুন্দর ছবি উঠানো যায়।

২. গরিলা ট্রাইপড (Gorilla tripod):

কম দামের মধ্যে থাকার কারনে গরিলা ট্রাইপড গুলো এখন প্রায় প্রতিটি ক্যামেরা ব্যবহারকারির কাছে পাওয়া যাচ্ছে। ছবি ওঠানো বা ভিডিও করার সময় একটু ধাক্কা লাগলেই ছবি ঘোলা হয়ে যায়। মানুষের মাঝে যেয়ে ছবি তুলতে গেলেই একটু ধাক্কা লাগার ফলে ছবি ঝাপসা হয়ে যায়।

তাই ক্যামেরার লেন্সকে স্থিতিশীল রাখতে এই ছোট পোর্টেবল পণ্যটি ব্যবহার করা হয়। আর তখন ছবি অনেক সুন্দর ওঠার কারনে ছবির গ্রাহনযোগ্যতা সকলের কাছে অনেক বেড়ে যায়।

৩. সেলফি স্টিকঃ

সেলফি স্টিক সম্পর্কে আমরা সকলে জানি। এটির মাথায় শক্ত করে মোবাইরটি আটকানো থাকে এবং নিচের দিকে একটা বাটন থাকে। সেই বাটনে ক্লিক করলেই ছবি ওঠা শুরু হয়ে যায়। ট্রাইপডের মতো করে এই সেলফি স্টিক লেন্সকে এক জায়গায় স্থিতিশীল রাখে।

এই সেলফি স্টিক টি ব্লুটুথ ডিভাইস যুক্ত থাকার ফলে খুব সহজে এটি ব্যবহার করা যায়। যার ফলে ফটোগ্রাফি মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এটি। আপনি অনেক কম টাকায় এই সেলফি স্টিকটি বাজার থেকে কিনতে পারবেন।

Smartphone Photography Tips:

  • ফোকাস এবং এক্সপোজারসামঞ্জস্য করুন।
  • HDR মোড ব্যবহার করুন।
  • যেখানে সম্ভব প্রাকৃতিক আলোব্যবহার করুন।
  • আপনার শট স্থির করুন।
  • তৃতীয়াংশের নিয়ম প্রয়োগ করুন।
  • বিস্ফোরণে ফটো তুলুন।
  • যেতে যেতে ছবি সম্পাদনা করুন।
  • একটি তৃতীয় পক্ষের ক্যামেরাঅ্যাপ ইনস্টল করুন।

পরিশেষেঃ

আমরা সকলে খুব বেশি ছবি তুলতে পছন্দ করে থাকি। নিজের ছবি বা বা যেকোন ছবি তুলতে কারনা ভালো লাগে। কিন্তু ছবি তোলার শখ থাকার পরেও আমরা সঠিক ভাবে ছবি তুলতে পারি না। এর ফলে আমাদের তোলা ছবিতে অনেক ধরনের সমস্যা দেখা যায়। আর তাই এই সমস্ত সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য উপরে আমরা বেশ কয়েকটি উপায় দেখিয়ে দিয়েছি। যেগুলো দিয়ে আপনারা খুব সহজে ছবি উঠাতে পারবেন।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *