ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা | Trust Bank Limited Credit Card

Trust Bank Limited Credit Card

Trust Bank Limited Credit Card: আমরা সকলে কম-বেশি ট্রাস্ট ব্যাংকের নাম শুনেছি। বাংলাদেশের যে কয়টি ভালো ব্যাংক রয়েছে তার মধ্যে ট্রাস্ট ব্যাংক বেশ ভালো অবস্থানে রয়েছে। Trust Bank Limited অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। তাই দিনে দিনে ট্রাস্ট ব্যাংকের গ্রাহক সংখ্যা বাড়তেই আছে।

আজ আমি আপনাদের ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানাবো। ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম, ক্রেডিট কার্ডের বর্ননা কার্ডগুলো কিভাবে নিতে পারবেন সবকিছু বিস্তারিত জানিয়ে দিবো আজকের পোস্টে। চলুন দেরি না করে আপনাদের জানিয়ে দেই, ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে।

আরও পড়ুন – আরবি মাসের নাম ক্যালেন্ডার

ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড কার্ড সুবিধা | Trust Bank Limited Credit Card

ট্রাস্ট ব্যাংক অনেক ধরনের ক্রেডিট কার্ড সেবা প্রদান করে থাকে। আমরা নিচে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আপনি আপনার পছন্দ মতো কার্ডটি ব্যবহার করতে পারেন।

১. ️Visa International Gold Credit Card:

Visa International Gold Credit Card টি বাংলাদেশের মধ্যে ৫ লক্ষ টাকা ও বিদেশে ২০০০ ডলার লিমিট দিয়ে থাকে। বাড়ি থেকে কোথাও ঘুরতে গেলে বা চিকিৎসা সেবায় চিন্তা করার কোন প্রয়োজন নেই। কারন এই কার্ডটি আপনার সাথে থাকলে আপনি খুব সহজে এই সমস্ত কাজ অনায়াসে করতে পারবেন।

Visa International Gold Credit Card বিদেশেও 24/7 সার্ভিস দিয়ে থাকে। অর্থ্যাৎ, দেশে বা বিদেশেও সপ্তাহে সাত দিন দিনে ২৪ ঘন্টা আপনার প্রয়োজন মতো টাকা উত্তোলন করে কাজ মিটাতে পারবেন।

Visa International Gold Credit Card এ কি কি সুবিদা পাবেনঃ

১. যারা প্রতিরক্ষা বাহিনীতে আছেন তাদের জন্য ৫০% কার্ড ফি।

২. POS এবং ই-কমার্সে 18 টি লেনদের করার সুবিদা তো থাকছেই। লেনদরনগুলো সর্বোনিম্ন ৬ ডলার থেকে শুরু করে উর্বোচ্চ ৫০০ ডলারের হয়ে থাকে।

৩. প্রথম সম্পূরক ক্রেডিট কার্ড আজীবন বিনামূল্যে ব্যবহারো সুযোগ তো থাকছেই।

৪. EMI card এর মাধ্যমে কিছু নির্দিষ্ট মার্চেন্ট থেকে ০% সুদে প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারবেন।

৫. এটি একটি EMV চিপ বেস সুরক্ষিত কার্ড।

৬. ই-কমার্স ও POS লেনদেনের জন্য সর্বোচ্চ ৪৫ দিনের সুদ মুক্ত।

৭. ATM Card এ নগদ অগ্রীম সুভিদা।

৮. Lifestyle Benefit বিভিন্ন বনিকের সাথে ৫০+ ডিসকাউন্ট সুবিদা।

৯. বিনামূল্যে ই – সেবা

১০. বিশ্বব্যাপি ATM থেকে টাকা উত্তোলনের সুবিদা।

১১. অটোডেবিট সুবিধা

১২. আই–ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট

১৩. স্বাক্ষরসহ ফটো কার্ড

১৪. 24/7 কল সেন্টার পরিষেবা

Visa International Gold Credit Card এর আরও প্রয়োজনীয় কিছু তথ্য –

  • Govt. Or Non-Govt Company, Multinational Company, জাতিসংঘের সংস্থা, Unnoyn Company, দূতাবাস, Big and still Corporation company, ব্যাংক এবং এনবিএফআই  এর যে কোন ও বেতন আয়ের উপার্জনকারী।
  • নিযুক্ত আয় উপার্জনকারী, ব্যবসায়ী(মালিকানা, অংশীদার হিপ, প্রাইভেট লিমিটেড,পাবলিক লিমিটেড, সামাজিক উদ্যোগ, ট্রেডিংকোম্পানি ইত্যাদি)
  • যেকোন স্ব–নিযুক্ত পেশাজীবী যেমনঃ ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, এলটি পরামর্শ দাতা, শিক্ষক, বাড়িওয়ালা / বাড়িওয়ালা ইত্যাদি।
  • বয়সসীমা: 23 থেকে 65 বছর
  • জাতীয়তা: বৈধ ওয়ার্ক পারমিট সহ বাংলাদেশী নাগরিক বা অবাংলাদেশী

ন্যূনতম আয়

  • সরকারী এবং আধা সরকারি কর্মচারীরা BDTএর বেসিক সহ। 15000 এবং তার উপরে।
  • সরকারী / আধা সরকার ব্যতীত বেতনভোগীব্যক্তি কর্মচারী– BDT 30,000.00 এবং তারবেশি।
  • স্ব–নিযুক্ত– BDT।40,000.00 এবং তারবেশি

অভিজ্ঞতা

  • বেতন ভোগী ব্যক্তি – বর্তমান প্রতিষ্ঠানে month মাসের পাশাপাশি 01 বছরের অভিজ্ঞতা।
  • স্ব–নিযুক্ত– স্বনিযুক্তদের জন্য ন্যূনতম ব্যবসায়িক অস্তিত্ব 02 বছর হতে হবে।
  • বহু জাতিক কোম্পানির চুক্তি ভিত্তিক কর্মীরা একটি নবায়নের সাথে সর্বনিম্ন এক বছরের সেবার দৈর্ঘ্য সহ।

2. Trust Bank Credit Card : Signature Card

Trust Bank যে কয়টি ক্রেডিট কার্ড সরবরাহ করে তার মধ্যে সিগনেচার কার্ড অন্যতম। ট্রাস্ট ব্যাংকের অনেক জনপ্রিয় একটি কার্ড এটি। Trust Bank Credit Card Signature Card এর কি কি সুবিধা হয়েছে তা নিচে বর্ননা করা হলো।

১. এই কার্ডে ১০ লক্ষ টাকা রাখার সুবিদা হয়েছে। সেই সাথে ১০ লক্ষ টাকা সমমানের USD রাখারও সুবিদা হয়েছে।

২. NFC Contract less সিকিউরিটি সিস্টেমিক কার্ড।

৩. প্রথম ১ বছর এই কার্ড ব্যবহার করা সম্পূর্ন ফ্রী।

৪. বছরে ৪ টি আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জের অগ্রাধিকার পাস।

৫. বছরে 12000 USD পর্যন্ত ভ্রমন কোটার অনুমোদন।

৬. এই কার্ডের মাধ্যমে আপনি পৃথিবীর ১০০ টিও বেশি মার্চেন্টের কাছ থেকে EMI নিতে পারবেন।

৭. ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অনেকগুলো বিল প্রদানের সুবিদা।

৮. নগদ অগ্রীমের জন্য সুদ মুক্ত ব্যাংক POS সিবিদা।

৯. TBL ATM থেকে টাকা উত্তোলনের জন্য কোন প্রকার খরচ নেই।

3. Visa International Classic Credit Card

Visa International Classic Credit Card হলো এমন একটি অনিরাপদ ক্রেডিট লাইন যেটি দেশে ও বিদেশে 1500 USD পর্যন্ত লেনদেনের অনুমতি দিয়ে থাকে। ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমনের অনুমতি দিয়ে এই কার্ডটি জনসাধারণের কাছে আরামদায়ক যাত্রা শুরু করার চেষ্টা করছে।

পৃথিবীর যে কোন দেশ থেকে 24/7 সুবিদা প্রদান করে থাকে ভিসা ইন্টারন্যাশনাল ক্লাসিক ক্রেডিট কার্ডটি। নিচে Visa international Classis Credid Card নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হলো।

১. প্রতিরক্ষা কর্মিদের জন্য 50% কার্ড ফি সুবিদা।

২. নন্যতম ৫০০ টাকা বা 5 USD লেনদেনের সুবিদা।

৩. ১ম সম্পূরক ক্রেডিট কার্ড সুবিদা।

৪. নির্বাচিত বনিকদের সাথে 0% EMI সুবিদা

৫. POS ও ই-কমার্স লেনদেনের জন্য ৪৫ দিনের সুদ মুক্ত সুবিদা।

৬. সাধারন বনিকের জন্য EMI সুবিদা।

৭. ATM থেকে নগদ উত্তোলন সুবিদা।

৮. SMS এর মাধ্যমে সকল লেনদেনের সুবিদা।

৯. বিশ্বব্যাপি যেকোন ATM থেকে টাকা উত্তোলনের সুবিদা।

১০. স্বাক্ষর যুক্ত কার্ড

১১. ২৪/৭ সরাসরি কল সেবা।

শেষ কথাঃ

উপরে আমরা ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ট্রাস্ট ব্যাংক যে কয়টি ক্রেডিট কার্ড প্রদান করে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি কোন কার্ড দিয়ে কত টাকা লেনদেন করা যাবে তাও বিস্তারিত লেখিয়ে দিয়েছি। আশাকরি আমাদের আজকের পোস্টটি পড়ে আপনাদের অনেক বেশি উপকার হবে।

You May Also Like

About the Author: mobilebd360

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *