বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাকেজ ও সকল USSD কোড ২০২৩। বাংলালিংক মিনিট অফার ২০২৩- mobilebd360

https://www.mobilebd360.com/2023/08/ussd-mobilebd360.html


বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাকেজ ও সকল  USSD কোড ২০২৩ পোস্টে আপনাদের স্বাগতম। আপনার যারা বাংলালিংক সিম ব্যবহার করে তাদের জন্য আজকের পোস্টটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি দেখাবো ২০২৩ সালে অল্প টাকায় বেশি ইন্টারনেট প্যাকেজ কিনবেন ও কিভাবে বাংলালিংক সিমের ফ্রি এমবি পাবেন। অন্য সিমের তুলনায় ২০২৩ সালে banglalink internet offer খুব ভাল দিচ্ছে। আজকের পোস্টের মূল বিষয় বাংলালিংক সিমে ইন্টারনেট প্যাকেজ, banglalink internet package,   বাংলালিংক ফ্রি এমবি, banglalink free internet offer, বাংলালিংক সিমে রিচার্জ ইন্টারনেট অফার এই সব কিছু আপনারা জানতে পারবেন ‌

২০২৩ সালে এসে বাংলালিংক খুব চমৎকার ও কম দামে ৩০ দিন মেয়াদে ইন্টারনেট প্যাকেজ দিচ্ছে। আপনি যদি বাংলালিংক এর গ্ৰাহক হয়ে থাকেন তাহলে  আজকের পোস্ট থেকে বাংলালিংক সিমের সকল ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন এবং এগুলো কিনতে ও পারবেন। ইন্টারনেট প্যাকেজ কেনার পাশাপাশি কি ভাবে ফ্রি ইন্টারনেট, banglalink free internet পাবেন সেগুলো ও জানতে পারবেন।


বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ ২০২৩:-

বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ, banglalink internet package নিয়ে আজকে পোস্টি সাজানো হয়েছে। এই পোস্টে আপনারা জানতে পারবেন বাংলালিংক সিমে কেমন অফার পাওয়া যায়। ১ জিবি অফার থেকে শুরু করে ৫৫ জিবি অফার পর্যন্ত এখানে আলোচনা করা হবে।  তো আশা করি আজকের পোস্টের ইন্টারনেট অফার গুলো আপনাদের অনেক কাজে আসবে।

বাংলালিংক সিমে ১৪ টাকায় ১ জিবি অফার কোড:-

বাংলালিংক সিমে ১৪ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার কিনতে হলে ডায়াল করতে হবে *5000*314# । ১ জিবি এমবি মেয়াদ থাকবে ৭ দিন। কোড ডায়াল করার পর ১ রিপ্লাই দিয়ে অফারটি কিনতে হবে।

বাংলালিংক সিমে ১৮ টাকায় ১ জিবি অফার কোড:-

১৮ টাকায় ১ জিবি অফারটি বাংলালিংক গ্ৰাহকদের খুব পছন্দের একটি ইন্টারনেট প্যাকেজ। প্রায় সব সিমে এই অফারটি প্রযোজ্য। ১৮ টাকায় ১ জিবি অফারটি কেনার জন্য ডায়াল করতে হবে *5000*297# ‌। এই ১ জিবি এমবির মেয়াদ থাকবে ৭ দিন এবং এই অফারটি যতো খুশি ততবার নিতে পারবেন।

বাংলালিংক সিমে ৩০ টাকায় ২ জিবি অফার কোড:-

২ জিবি ৩০ টাকা অফারটি বাংলালিংক ইন্টারনেট প্যাকেজের মধ্যে সেরা একটি অফার। এই অফারটি নিতে আপনাদের ডায়াল করতে হবে *5000*298# । ২ জিবি ইন্টারনেট মেয়াদ থাকবে ৭ দিন। আপনার যদি নতুন সিম হয়ে থাকে তাহলে ৬০ দিনের মধ্যে যতো খুশি ততবার নিতে পারেন।


বাংলালিংক সিমে ইন্টারনেট প্যাকেজ ৩০ দিন ২০২৩:-

১. বাংলালিংক সিমে ২০ জিবি ইন্টারনেট ৩৯৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল করুন- ১২১৩৯৯#

২. বাংলালিংক সিমে ২৫ জিবি ইন্টারনেট ৪২৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল করুন- ১২১৪২৯#

৩. বাংলালিংক সিমে ৪০ জিবি ইন্টারনেট ৪৯৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল করুন- ১২১৪৯৯#

৪. বাংলালিংক সিমে ৪৫ জিবি ইন্টারনেট ৫৪৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল করুন- ১২১৫৪৯#

৫. বাংলালিংক সিমে ৫৫ জিবি ইন্টারনেট ৫৯৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল করুন- ১২১৫৯৯#

আপনার বাংলালিংক সিমে কি কি ইন্টারনেট অফার আছে সেগুলো দেখার জন্য ডায়াল করুন- *888#


বাংলালিংক সিমে ফ্রি ইন্টারনেট অফার ২০২৩:-

২০২৩ সালে বাংলালিংক সিমে কিভাবে ফ্রি এমবি পাবেন সে বিষয় এবার আলোচনা করবো। আপনার যদি একটি বাংলালিংক সিম থাকে তাহলে ২টি উপায়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রথমটি হলো আপনার সিমটি যদি 3জি হয়ে থাকে তাহলে সেটি রিপ্লেসমেন্ট করে 4জি করলে 1 জিবি ফ্রি এমবি পাবেন। দ্বিতীয় উপায় - বাংলালিংক অ্যাপ থেকে আপনার রেফার কোড দিয়ে অন্য বাংলালিংক সিম রেফার করেন তাহলে ফ্রি এমবি পাবেন। যারা নতুন সিম কিনছে বা এমন কোন সিম আগে রেফার করা হয়নি সেই সব সিম থেকে রেফার করে আপনার সিমে ২০-৩০ জিবি পর্যন্ত ইন্টারনেট সংগ্ৰহ করতে পারবেন। 

চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ১ জিবি ফ্রি ইন্টারনেট অফারটি পাবেন:-

১. প্রথমে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন ১২১। 

২. এরপর ৩ রিপ্লাই দিয়ে ১০ নম্বর অপশনে সেটিং সিলেক্ট করবেন।

৩. 3জি সিম টিকে 4জি সিমে রিপ্লেস করতে এবার ১ রিপ্লাই করুন। রিপ্লাই করার পর আপনার সিমটি ৪জি তে রিপ্লেসমেন্ট হবে। 

৪. বাংলালিংক এ ১ জিবি ইন্টারনেট পাওয়ার জন্য ডায়াল করুন ১৬৬১১১# । যদি এই অফারটি আপনার সিমের জন্য প্রযোজ্য হয় তাহলে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। 

নোটিশ:- উপরের সকল ইন্টারনেট প্যাকেজ, অফার আপনার সিমের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনারা এই কোড গুলো ডায়াল করে দেখতে পারেন। আপনার সিমের জন্য যে অফারটি প্রযোজ্য সেটি এসএমএস করে জানিয়ে দেওয়া হবে‌।

বাংলালিংক মিনিট অফার ২০২৩:-

আপনারা যারা বাংলালিংক সিমের গ্ৰাহক আছেন তারা জানেন লং টাইম কথা বলার জন্য ব্যালেন্স থেকে কি পরিমান টাকা কাটে। যার জন্য অনেক সময় মিনিট প্যাকেজ কিনতে হয়। তো আজকের পোস্টে ইন্টারনেট প্যাকেজের পাশাপাশি মিনিট অফার, banglalink  minute offer গুলো নিয়ে আলোচনা করবো। 

বাংলালিংক সিমের সকল মিনিট অফার ২০২৩:-

  •  ৯ টাকা ১৫ মিনিট, মেয়াদ ২ দিন ডায়াল করুন- *1100*6*4#
  •  ১২ টাকা ২০ মিনিট, মেয়াদ ২ দিন ডায়াল করুন- *1100*6*3#
  • ১৪ টাকা ২৪ মিনিট, মেয়াদ ২ দিন ডায়াল করুন- *1100*5#
  •  ২৭ টাকা ৪৫ মিনিট, মেয়াদ ৩ দিন ডায়াল করুন- *1100*4#
  •  ৪৭ টাকা ৭০ মিনিট, মেয়াদ ৭ দিন ডায়াল করুন- *1100*3#
  •  ৫৭ টাকা ৯০ মিনিট,‌ মেয়াদ ৭ দিন রিচার্জে।
  •  ৯৭ টাকা ১৫৫ মিনিট, মেয়াদ ১৫ দিন ডায়াল করুন- *1100*2#
  •  ১০৭ টাকা ১৭০ মিনিট, মেয়াদ ১৫ দিন রিচার্জে।
  •  ১৩৭ টাকা ২৩৫ মিনিট, মেয়াদ ৩০ দিন ডায়াল করুন- *1100*7*3#
  • ১৪৭ টাকা ২৫০ মিনিট, মেয়াদ ৩০ দিন রিচার্জে।
  •  ১৫৭ টাকা ২৫০ মিনিট, মেয়াদ ৩০ দিন রিচার্জে।
  •  ১৯৭ টাকা ৩০০ মিনিট, মেয়াদ ৩০ দিন ডায়াল করুন- *1100*1#
  • ২৯৭ টাকা ৪৬০ মিনিট, মেয়াদ ৩০ দিন ডায়াল করুন- *1100*7*1#
  • ৩০৭ টাকা ৫১০ মিনিট, মেয়াদ ৩০ দিন রিচার্জে।
  • ৪০৭ টাকা ৬৭৫ মিনিট+ ১ জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০ দিন রিচার্জে।
  • ৬০৭ টাকা ১০১০ মিনিট + ১ জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০ দিন রিচার্জে।
  •  ৫ টাকা ১৫ মিনিট + ৫ এসএমএস + ৫ এমবি কিনতে ডায়াল করুন- *132*5#


বাংলালিংক সকল কোড, banglalink all code - 2023

বাংলালিংক সিমের সকল কোড ২০২৩, Banglalink all code 2023 পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড সম্পর্কে জানতে চান তাদেরা আমার পোস্টে সব কিছু জানতে পারবেন। সিম ব্যবহার করার সময় আমাদের অনেক কোড সম্পর্কে জানা লাগে বা কোড দরকার হয়। তো বাংলালিংক সিমের সকল কোড নিচে দেওয়া হলো।

১. বাংলালিংক সিমে নাম্বার লেখতে ডায়াল করুন- *511#

২. বাংলালিংক সিমে ব্যালেন্স দেখতে ডায়াল করুন- *124#

৩. বাংলালিংক সিমে অফার দেখতে ডায়াল করুন- *888#

৪. বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন- *874#

৫. বাংলালিংক সিমে মিনিট কিনতে ডায়াল করুন- *1100#

৬. বাংলালিংক সিমে মিনিট চেক করতে ডায়াল করুন- *121*31#

৭. বাংলালিংক সিমে এসএমএস চেক করতে ডায়াল করুন- *124*3#

৮. বাংলালিংক সিমে মিনিট এবং এসএমএস চেক করতে ডায়াল করুন- *124*2#

৯. বোনাস মিনিট ও মেয়াদ চেক করতে ডায়াল করুন- *124*3# এবং *124*4#

১০. ইন্টারনেট কিনতে ডায়াল করুন - *5000#

১১. বোনাস এমবি চেক করতে ডায়াল করুন- *124*5#

  

বাংলালিংক সিমে থেকে টাকা ট্রান্সফার:-

বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে টাকা ট্রান্সফার করার জন্য যে কাজ গুলো করতে হবে তা নিচে বর্ননা করা হলো।

১. প্রথমে ডায়াল করবে *1000#

২. এরপর ১ রিপ্লাই দিবে এবং একটি পিন কোড দেখাবে সেটা মনে রাখবে বা লিখে রাখবেন।

৩. আবার *1000# ডায়াল করবে এবং যে পেইজ দেখাবে সেখান থেকে 2 রিপ্লাই দিয়ে  আগে যে পিনকোড দিছিল সেটি দিয়ে যে নাম্বারে টাকি পাঠাবে সেটি দিয়ে টাকার পরিমাণ দিয়ে সেন্ড করলে টাকা ট্রান্সফার হয়ে যাবে।


নেট সেটিং রিকুয়েস্ট:

নেট সেটিং ঠিক করার জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALL send to 3343

GPRS প্যাকেজ ডিয়েক্টিভ:

👉 GPRS প্যাকেজ ডিয়েক্টিভ করতে ডায়াল করুন - *2222*package code#

👉 রিকুয়েষ্ট কল করতে ডায়াল করুন- *126*Number #

👉 মিস কল এলার্ট (অন) করতে:  মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START পাঠিয়ে দিন 622 নাম্বারে।

👉 মিস কল এলার্ট (অফ) করতে:  মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন STOP পাঠিয়ে দিন 622 নাম্বারে।

👉 Special FNF সেট করতে ডায়াল করুন- *1667*Number #

👉 Special FNF পরিবর্তন করতে ডায়াল করুন- 1667*Old FNF New FNF#

👉 New FNF সেট করতে ডায়াল করুন - *789731#

👉 All FNF নাম্বার দেখতে ডায়াল করুন- *789732#

👉 FNF মুছে ফেলতে ডায়াল করুন- *789734#

👉 পাওয়ার মেনু দেখতে ডায়াল করুন- *789#

👉 বাংলালিংক সিমে বোনাস পয়েন্ট দেখতে ডায়াল করুন- *5671# অথবা *7201#

👉 বাংলালিংক সিম থেকে বিল পরিশোধ করতে ডায়াল করুন - *777#

👉 বাংলালিংক সিম থেকে রেলের টিকিট কিনতে ডায়াল করুন - *131#

👉 চাকরির নিউজ জানতে ডায়াল করুন- *1081# এবং বন্ধ করতে *10812#

👉 বাংলালিংক সিমে ইনকামিং কল বন্ধ করতে ডায়াল করুন - #21#

👉 বাংলালিংক সিমে কল ডাইভার্ট বন্ধ করতে ডায়াল করুন- #21#

👉 বাংলালিংক সিমে কল ওয়েটিং বন্ধ করতে ডায়াল করুন - #43#


বাংলালিংক সিমের সকল সার্ভিস বন্ধ করার নিয়ম:-

বাংলালিংক সিমের সকল সার্ভিস বন্ধ করতে হলে ডায়াল করতে হবে- *121712*1#


বাংলালিংক সিমের হেল্প লাইন নাম্বার:-

👉 বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার:- 121

👉 বাংলালিংক সিম থেকে টোল ফি: 158

👉 বাংলালিংক ইমেইল:- info@banglalink.net

👉 অফিসিয়াল ওয়েবসাইটে:- banglalink.net

👉 বাংলালিংক ফেসবুক পেইজ:- Facebook.com/Banglalinkdigital

👉 বাংলালিংক কাস্টমার কেয়ার স্পেশাল নাম্বার:- +8801911304121


শেষ কথা:

আজকের পোস্টে আপনারা জানতে পেরেছেন বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাকেজ, মিনিট প্যাকেজ, প্রয়োজনীয় সকল কোড, হেল্প লাইন ইত্যাদি সম্পর্কে। এই পোস্টে বাংলালিংক সম্পর্কে যে তথ্য দেওয়া হয়ে যদি কোন তথ্য ভুল হয়ে থাকে বা কোন তথ্য দিতে বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই এই ওয়েবসাইটের পাশে থাকবেন।

Post a Comment (0)
Previous Post Next Post

250.250

250.250