গ্ৰামীন সিম ব্যবহারকারীর প্রয়োজনীয় সকল কোড ২০২৩। বাংলাদেশ গ্ৰামীন সিম। গ্ৰামীন সিমের সকল অফার

https://www.mobilebd360.com/2023/08/blog-post_20.html


আজকে আমার এই ব্লগে গ্ৰামীন সিমের প্রয়োজনীয় সকল USSD কোড সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চেষ্টা করবো। গ্ৰামীন সিম বাংলাদেশের একটি সুনামধন্য টেলিযোগাযোগ অপারেটর কোম্পানি। বাংলাদেশে এমন কোন ব্যক্তি নেই যে গ্ৰামীন সিম ব্যবহার করে না। আর আমরা এই সিম ব্যবহার করলেও এর সকল কোড সম্পর্কে জানি না। আপনারা যারা গ্ৰামীন সিম ব্যবহার করেন আজকের পোষ্টটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। করান আজকের পোস্টে গ্ৰামীন সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং আপনার প্রয়োজনীয় কোডটি আমার এই পোস্টে পেয়েছে যাবেন। আমরা যারা গ্ৰামীন সিম ব্যবহার করি বা বাংলাদেশে যতোগুলো গ্ৰামীন সিমের গ্ৰাহক আছে সবার জন্য আজকের এই পোস্টটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।


আজকে আমি দেখাবো একটি গ্ৰামীন সিম দিয়ে কিভাবে ব্যালেন্স চেক করতে হয়, এমবি দেখতে, অপ্রয়জনীয় সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করতে হয়, এসএমএস মিনিট কিভাবে চেক করতে হয়, কিভাবে নাম্বার দেখতে হয়। এছাড়াও গ্ৰামীন সিমের আরো প্রয়োজনীয় কোড আছে সেগুলো কি করে দেখতে হয়। মোটামুটি একটি গ্ৰামীন সিমের যতোগুলো কোড আছে সবগুলো এই পোস্টে বিস্তারিত ভাবে দেওয়ার চেষ্টা করবো।


গ্ৰামীন সিমের প্রয়োজনীয় সকল কোড ২০২৩ - Gp sim all code 2023


👉 গ্ৰামীন সিমে নাম্বার বের করতে ডায়াল করুন- *2#

👉 গ্ৰামীন সিমে ব্যালেন্স চেক করতে ডায়াল করুন- *566#

👉 গ্ৰামীন সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন- *566*10#

👉 গ্ৰামীন সিমে এমবি চেক করতে ডায়াল করুন- *121*1*4#

👉 গ্ৰামীন সিমে এসএমএস চেক করতে ডায়াল করুন- *566*2#

👉 গ্ৰামীন সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন - *566*1#

👉 গ্ৰামীন সিমে বর্তমান প্যাকেজ জানতে ডায়াল করুন- 

👉 গ্ৰামীন সিমে মিনিট দেখার জন্য ডায়াল করুন- *566*24# অথবা*566*20#

👉 গ্ৰামীন সিমে এমএমএস দেখতে ডায়াল করুন- *566*14#

👉 গ্ৰামীন সিম থেকে গ্ৰামীন সিমে রিকোয়েস্ট কল করার জন ডায়াল করুন- *123*Number#

👉 গ্ৰামীন সিমে নেটওয়ার্ক সার্ভিস চালু করতে ডায়াল করুন - *111*6*2#

গ্ৰামীন সিম থেকে গ্ৰামীন সিমে টাকা ট্রান্সফার:

আমারা অনেকে জানিনা গ্ৰামীন সিম থেকে টাকা ট্রান্সফার করা যায় বা অনেক জানলেও কি করে টাকা ট্রান্সফার করতে হয় সেটি জানিনা। তো আজকে আমি দেখাবো কিভাবে গ্ৰামীন সিম থেকে টাকা ট্রান্সফার করতে হয়।


তো টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে তারা জন্য ডায়াল করুন- *121*1500*1#


রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে একটি কোড পাবে এটি খুব গুরুত্বপূর্ণ টাকা ট্রান্সফার করার জন্য। কোডটি আপনারা মনে রাখবেন বা কপি করে নিবেন।

এবার টাকা ট্রান্সফার করার জন্য ডায়াল করুন- *121*1500# । একটি ইন্টারফেস আসবে এখানে 2 লিখে সেন্ড করে দিন, তারপর যে নাম্বারে টাকা পাঠাবেন সেটি দিয়ে সেন্ড করুন, এরপর টাকা এবং সর্বশেষ কোড দিয়ে সেন্ড করে দিন টাকা ট্রান্সফার হয়ে যাবে।


গ্ৰামীন (GP) সিমের FNF, Super FNF সেট করা, পরিবর্তন করার কোড নাম্বার দেখে নিন।



👉 গ্ৰামীন সিমে FNF সেট করার জন্য ডায়াল করুন- *121*1*5*1#

👉 গ্ৰামীন সিমে Super FNF সেট করার জন্য ডায়াল করুন- *121*1*5*2#

👉 গ্ৰামীন সিম থেকে FNF, Super FNF ডিলিট করার জন্য ডায়াল করুন- *121*1*5*3#

👉 গ্ৰামীন সিমে FNF লিস্ট দেখার জন্য ডায়াল করুন- *121*1*5*4#


গ্ৰামীন সিমে অপ্রয়জনীয় বা টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করতে নিচে দেওয়া নিয়ম গুলো অনুসরণ করুন:


গ্ৰামীন সিম ব্যবহার করার সময় আমাদের অজান্তে অনেক ধরনের সার্ভিস চালু হয়ে যায় বা নিজের কারনে এই গুলো হয়ে থাকে। তো প্রথমে আমাদের দেখতে হবে কোন সার্ভিসটির কারনে আমাদের ব্যালেন্স থেকে টাকা কেটে নিচ্ছে বা কোন সার্ভিসটি আমাদের প্রয়োজন নেই। আর আপনি যদি সকল সার্ভিস বন্ধ করতে চান তাহলে নিচে দেওয়া কোড গুলো ব্যবহার করুন।


👉 গ্ৰামীন সিমের সকল সার্ভিস বন্ধ করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- Stop all সেন্ড করুন 2332 নাম্বারে।

👉 গ্ৰামীন সিমে মিস কল এলার্ট চালু করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- START MCA সেন্ড করুন 6222 নাম্বারে।

👉 গ্ৰামীন সিমে মিস কল এলার্ট বন্ধ করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- STOP MCA সেন্ড করুন 6222 নাম্বারে।

👉 গ্ৰামীন সিমে স্পোর্টস সেবা বন্ধ করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- STOPSN সেন্ড করুন 2002 নাম্বারে।

👉 ক্রিকেট সেবা বন্ধ করতে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করুন- STOPCR পাঠিয়ে দিন 2002 নাম্বারে।


গ্ৰামীন সিমের হেল্প লাইনে নাম্বার:

আমাদের অনেক প্রয়োজনে গ্ৰামীন সিমের হেল্প লাইনে যোগাযোগ করতে হয়। অনেক ধরনের সার্ভিস বন্ধ করতে বা অনেক অফার, প্যাকেজ সম্পর্কে জানতে হেল্প লাইনে কল দিয়ে থাকি। তো আমরা অনেকেই গ্ৰামীন হেল্প লাইনের নাম্বার জানি না তা নিচে জিপি সিমের সকল হেল্প লাইনের নাম্বার দেওয়া হলো:

👉 গ্ৰামীন (GP) সিমের হেল্প লাইন নাম্বার- 121

👉 গ্ৰামীন (GP) সিমের হটলাইন নাম্বার- 01700100121

👉 গ্ৰামীন সিমের অফিসিয়াল নাম্বার- 01711594594


শেষ কথা: 

আমাদের দেশে শুধু গ্ৰামীন সিম না আরো অনেক সিম আছে তবে সব থেকে বেশি ব্যবহৃত, গ্ৰাহক বেশি সিম হলো গ্ৰামীন সিম। এর যেমন গ্ৰাহক বেশি তেমনি সমস্যাও বেশি তাই গ্ৰামীন হেল্প সেন্টার  আমাদের সর্বক্ষণ বিভিন্ন ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে ও ২৪ ঘন্টা হেল্প লাইনে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমাদের দেশে সর্বপ্রথম ও বিশ্বস্ত একটি সিম কোম্পানি হলো গ্ৰামীন সিম কোম্পানি। নিত্য নতুন সব ধরনের সার্ভিস দিয়ে থাকে এই সিম কোম্পানি। বেশি গ্ৰাহক থাকায় এই সিমে প্রয়োজনীয় কিছু কোড আপনাদের মাঝে তুলে ধরলাম। এরপরেও যদি কোন কোড ভুল হয়ে থাকে বা কোড বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।


মানুষ যেগুলো খুজছে: Gp sim all code, Gp sim all offer, গ্ৰামীন সিমের সকল প্রয়োজনীয় কোড, জিপি সিম কোড ২০২৩, গ্ৰামীন সিমের সকল কোড ২০২৩

Post a Comment (0)
Previous Post Next Post

250.250

250.250