টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড ২০২৩। বাংলাদেশ টেলিটক সিম। টেলিটক সিমের সকল অফার

টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড ২০২৩। বাংলাদেশ টেলিটক সিম। টেলিটক সিমের সকল অফার


টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড ২০২৩ ব্লগে আপনাকে স্বাগতম। যারা টেলিটক সিমের সকল কোড বা ইউএসএসডি সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের এই পোস্টটি তাদের জন্য। টেলিটক বাংলাদেশ একমাত্র সরকারি অপারেটর। অন্য সকল সিমের মতো এই সিমটি সবাই ব্যবহার করে। বিশেষ করে ছাএরা বেশি ব্যবহার করে কারন সরকারী যেকোন কাজে, চাকরির আবেদন, শিক্ষা বোর্ডে বিভিন্ন কাজে এই সিমটি ব্যবহার করা হয়। তাই আজকে আমি এই পোস্টে টেলিটক সিমের যাবতীয় সকল ইউএসএসডি কোড আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।

আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিমের ব্যালেন্স দেখার কোড, টেলিটক সিমের এমবি দেখার কোড, টেলিটক সিমে মিনিট দেখার কোড, টেলিটক সিমে এসএমএস দেখার কোড, টাকা কাটার সকল ধরনের সার্ভিস বন্ধ করার কোড প্রভৃতি কোড সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো।


টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড ২০২৩


টেলিটক সিমে ব্যালেন্স চেক করার কোড

টেলিটক সিমের ব্যালেন্স চেক করার জন্য ডায়েল করতে হবে *152#


টেলিটক সিম থেকে টেলিটক সিমে ব্যালেন্স ট্রান্সফার 

টেলিটক সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে ডায়াল করতে হবে *124*12345678*20 (টাকার পরিমাণ)সে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার# । যেমন- *124*12345678*20*0158563****# আপনারা এখানে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।

নোটিশ- 12345678 এটি টেলিটক সিমের কোড যদি এই কোডে টাকা ট্রান্সফার না হয় তবে 1234 পর্যন্ত দিয়ে দেখবে অবশ্যই হবে।


টেলিটক সিমে নাম্বার দেখার কোড 

টেলিটক সিমে নাম্বার দেখার জন্য ডায়েল করতে হবে *551#


টেলিটক সিমে এসএমএস দেখার কোড

টেলিটক সিমে এসএমএস দেখার জন্য ডায়েল করতে হবে *152#


টেলিটক সিমে ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড

টেলিটক সিমে ব্যালেন্স দেখার জন্য ডায়েল করুন *152#


টেলিটক সিমে মিনিট দেখার কোড

টেলিটক সিমে মিনিট দেখার জন্য ডায়েল করুন *152#


টেলিটক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড

টেলিটক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়েল করুন *1122#


টেলিটক সিমে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোড সমূহ:


👉 টেলিটক সিমে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করতে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন STOP ALL সেন্ড করুন 335 নাম্বারে।


👉 ইন্টারনেট সেটিং রিকুয়েস্ট: টাইপ করুন SET সেন্ড করুন 738 নাম্বারে।


👉 মিস কল এলার্ট (অন) করুন: টাইপ করুন REG সেন্ড করুন 2455 নাম্বারে।


👉 মিস কল এলার্ট (অফ) করুন: টাইপ করুন REG সেন্ড করুন 245 নাম্বারে।


👉 টেলিটক সিমে Caller টিউন চালু করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- tt>song code লিখে পাঠিয়ে দিন 5000 নাম্বারে।


👉 টেলিটক সিমে Caller টিউন বন্ধ করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- tt>stop পাঠিয়ে দিন 5000 নাম্বারে। (tt>start send to 5000 পুনরায় চালু করতে)


টেলিটক সিমে FNF কোড সমূহ:


👉 টেলিটক সিমে FNF সংযুক্ত করতে- add> number send to 363


👉 টেলিটক সিমে FNF বন্ধ করতে- del>number send to 363


👉 টেলিটক সিমে FNF চেক করতে মেসেজ করুন - see লিখে পাঠিয়ে দিন 363 নাম্বারে।


👉 টেলিটক সিমে FNF পরিবর্তন করতে ডায়াল করুন:- 1515


টেলিটক সিমের কাস্টম কেয়ার নাম্বার সমূহ:-

টেলিটক বাংলাদেশের একটি সরকারি অপারেটর এবং এটি গ্ৰাহকদের বিভিন্ন ভাবে সার্ভিস বা অফার দিয়ে থাকে। অনেক অফার আছে যেগুলো সম্পর্কে আমরা ভালভাবে বুঝি না। সিম সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন অফার সম্পর্কে জানতে আমাদের হেল্প লাইনে যোগাযোগ করতে হয়। টেলিটক সিমের হেল্প লাইনে যোগাযোগ করতে প্রয়োজনীয় কিছু নাম্বার নিচে দেওয়া হলো‌।


👉 টেলিটক হেল্পলাইন:- 121

👉 সেলফোন নাম্বার:- +88 0155 015 444

👉 পিএসটিএন নাম্বার:- +88 12 9851060

👉 ফ্যাক্স নাম্বার:- +88 02 9882828 

👉 ইমেইল:- info@teletalk.com.bd


শেষ কথা:-

আশা করি এই পোস্টে আপনারা টেলিটক সিমের সকল কোড পেয়ে যাবেন এবং আমি আমার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করছি টেলিটক সিমের সকল কোড এই পোস্টে দেওয়ার জন্য। তারপরেও যদি কোন কোড দিতে বাদ যায় বা ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে আছেন টেলিটক সিম ব্যবহার করেন কিন্তু কোড জানেননা আশা করি তারা আমার এই পোস্টে উপকৃত হবেন। এই সিমটি বাংলাদেশের একমাত্র সরকারি কোম্পানি সরকারি বিভিন্ন খাতে বা ছাএ ছাএীদের অনেক কাজে লাগে এই সিমটি। আপনার যারা এই টেলিটক সিম ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এই সিমে অনেক ভাল ভাল অফার পাওয়া যায়। আর বাংলাদেশে থেকে অবশ্যই আমাদের একটি করে টেলিটক সিম ব্যবহার করা উচিত। এই পোস্টে যদি টেলিটক সিম সম্পর্কে কোন তথ্য কম থাকে বা দিতে ভুল হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।

Post a Comment (0)
Previous Post Next Post

250.250

250.250