NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে। বিকাশের পিন রিসেট করুন বিকাশ অ্যাপ দিয়ে



আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজকে বিকাশ অ্যাপের নতুন একটি ফিচার নিয়ে আলোচনা করবো। আপনারা যারা বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেছেন বা অনেক দিন বিকাশ ব্যবহার না করায় পিন মনে নেই তাদের জন্য আজকে এই ব্লগ। বিকাশের এই সমস্যা সমাধান করতে হলে আপনাদের বিকাশ হেল্প লাইনে কল করে জাতীয় পরিচয়পত্রের দিয়ে প্রয়োজনীয় ডাটা দিয়ে তারপর আপনার অ্যাকাউন্ট ঠিক করতে হবে। কিন্তু বর্তমানে এখন এইসব করতে হয় না।  আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপ দিয়ে এই সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে এই সমস্যা ছাড়া আরো অনেক সমস্যা সমাধান খুব সহজে সমাধান করতে পারবেন।


বিকাশের পিন রিসেট করতে যা যা লাগবে:

১. বিকাশ অ্যাকাউন্ট খোলা সিম।

২. বিকাশ অ্যাপ।

৩. যার নামে রেজিষ্ট্রেশন করা সেই ব্যক্তি।


তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কি ভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে  সেটি কিভাবে রিসেট করবেন :

NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে


ধাপ-১: এই কাজটি করার জন্য আপনাদের বিকাশ অ্যাপ প্রয়োজন হবে। বিকাশ অ্যাপ যদি না থাকে তাহলে প্লেস্টোর থেকে বিকাশ অ্যাপ ইন্সটল করে নিবেন। 

NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে


ধাপ-২: ইনস্টল করে অ্যাকাউন্টে ঢুকতে গেলে ওপরের ছবির মতো একটি ইন্টারফেস আসবে। এখান থেকে পিন ভুলে গিয়েছেন এই লেখাটার ওপরে ক্লিক করবেন।

NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে


ধাপ-৩: এর পর ওপরের ছবির মতো একটি ইন্টারফেস আসবে এখানে বিকাশ অ্যাপের পিন ঠিক করার জন্য দির্দেশনা দিয়ে দিয়েছে এই ভাবে আপনাদের কাজ করতে হবে। এখান থেকে পিন রিসেট করুন এই বাটনে আপনারা ক্লিক করবেন।

NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে


ধাপ-৪: ওপরে দেখানো ছবির মতো একটি ইন্টারফেস পাবেন এখানে আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সিমে একটি এস এসএমএস  যাবে ভেরিফিকেশনের জন্য। তাই আগে থেকে সিমকার্ড মোবাইল লাগিয়ে রাখবেন‌। কোড পেয়ে গেলে নিচের দিকে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন।

NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে


ধাপ-৫: কোড সফল ভাবে দেওয়া হয়ে গেলে ওপরে যে ছবিটা দেখছেন এমন একটি পেইজ আসবে এখানে আপনি যার NID কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা তার চেহারা দেখাতে হবে। এবং কিছু অঙ্গভঙ্গি করতে বলবে যেগুলো পড়ে চেহারা সেই রকম করতে হবে।

NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে


ধাপ-৫: এই ভাবে আপনারা চারটি ধাপ পাবেন এই গুলো কম্পিলিট হয়ে গেলে আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারবেন।

NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে


ধাপ-৬: পিন রিসেটের ৪টি ধাপ কম্পিলিট করলে ওপরে ছবির মতো‌ একটি পেইজ পাবেন। এখানে একটি পিন বসাতে হবে যেটা আপনে বিকাশ কোম্পানি থেকে দিবে অস্থায়ি পিন। পিনটি বসিয়ে আপনি নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন।

NID কার্ড ছাড়া ভুলে যাওয়া বিকাশের পিন রিসেট করুন খুব সহজে


ধাপ -৭: অস্থায়ী পিন‌ দেওয়া হয়ে গেলে ওপরের ছবিতে দেখানো এমন একটি পেইজ আসবে এখানে আপনি নতুন পিন দিয়ে নিশ্চিত করলে আপনার অ্যাকাউন্ট আবার ঠিক হয়ে যাবে। আর অবশ্যই এখানে ৫ সংখ্যা পিন দিবে।


বিকাশ অ্যাপ দিয়ে পিন রিসেট সুবিধা:

১. এখানে কোন রকম কাগজপত্র লাগবে না।

২. খুব সহজে ঘরে বসে পিন রিসেট করতে পারবেন।

৩. শুধুমাত্র নিজের ফেস দিয়ে পিন রিসেট করতে পারছেন।


শেষ কথা:

বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করার জন্য আপনাদের কোথাও যেতে হবে না। ঘরে বসে আপনার বিকাশ অ্যাপ দিয়ে সহজে এই কাজ করতে পারবেন। যে কাজটা মেনুয়ালি করতে অনেক সময় লাগবে প্রয়োজনীয় ডাটা, কাগজপত্র জাতীয় পরিচয়পত্রের লাগবে সেটি আপনারা কোনরকম ঝামেলা ছাড়া শুধুমাত্র ফেস দিয়ে করে নিতে পারবেন। যে কাজ গুলো করতে একসময় বিকাশ হেল্প লাইনে কল করে করা লাগতো সেগুলো আপনারা বিকাল অ্যাপ দিয়ে করতে পারবেন। বিকাশের সব সার্ভিস গুলো আপনারা এখন বিকাশ অ্যাপে পাবেন। তাই প্রয়োজনে আপনারা বিকাশ অ্যাপ সব সময় ইনস্টল করে রাখবেন।


যদি কোন প্রয়োজন হয় তাহলে আপনারা বিকাশ হেল্প লাইন 16247 এ কল করবে ‌।

Post a Comment (0)
Previous Post Next Post

250.250

250.250